টেইলর সুইফটের কনসার্টে জাল টিকিট বিক্রি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৭, ২০২৪

বিশ্বজুড়ে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের ভক্ত অসংখ্য। তবে সামনে থেকে প্রিয় শিল্পীকে দেখা যেন ভাগ্যের ব্যাপার! তেমনি তাকে সামনে থেকে একটি বার দেখার জন্য মোটা অংকের টাকা খরচ করে টিকিট কিনেছিলেন কনসার্ট দেখবেন বলে। পরে সেখানে গিয়ে দেখেন টিকিকটি জাল। এমনই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে।

৯ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়ে অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। কারণ তাদের টিকিটগুলো ছিল জাল। প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য টিকিট কিনলেও প্রতারণার শিকার হয়েছেন কয়েকশ মানুষ।

সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গত ৯ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়ে অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। কারণ তাদের টিকেটগুলো আসল নয়, জাল ছিল।

দেশটির অ্যান্টি-স্ক্যাম কমান্ডের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ কমিশনার আইলিন ইয়াপ বলেন, `অনেকেই মূল ওয়েবসাইটে টিকেট না পেয়ে রিসেলারদের কাছ থেকে বেশি দামে টিকেট কিনেছিল।

অনেকে আবার এমন কিছু ই-কমার্স সাইট থেকে টিকেট কিনেছে, এগুলো ছিল জাল টিকিট। পরে তাদের গেইট থেকে ফিরে যেতে হয়েছে।

প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা পরে ওই ই-কর্মাসের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছেন কিন্তু যোগাযোগ করতে পারেননি।

পুলিশ বলছে, টেইলর সুইফট সিঙ্গাপুরে আসার প্রথম কয়েক দিনের মধ্যে কনসার্টের টিকিট নিয়ে কেলেঙ্কারির অভিযোগ বেড়েছে। ১ জানুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে কমপক্ষে ১ হাজার ৫৫১ ভুক্তভোগী ই-কমার্স কেলেঙ্কারির শিকার হয়েছেন, যার মোট ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। এ ধরনের প্রতারণার শিকার অধিকাংশই নারী, তাদের বয়স ৩০ বছর বা এর নিচে।

সহকারী পুলিশ কমিশনার আইলিন ইয়াপ বলেন, `কনসার্টের টিকিট কেলেঙ্কারির বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জ কারণ এটি পুরোপুরি মোকাবেলা করার কোনো সহজ উপায় নেই।`