‘জীবন উৎসর্গ করার মাধ্যমেই মুসলিম মুক্তি পায়’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪
জীবন উৎসর্গ করার মাধ্যমেই মুসলিম মুক্তি পায় বলে মন্তব্য করেছেন সিনিয়র হামাস নেতা খালেদ মেশাল। বুধবার রাতে একটি অ্যারাবিক টেলিভিশন নেটওয়ার্কে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
খালেদ মেশাল বলেন, “পশ্চিম তীর থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে ইজরায়েল জোরপূর্বক জর্ডানে স্থানান্তর করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের প্রকৃতি হলো আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলা। মুসলিম জাতি কেবল তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমেই মুক্তি পায়।”
তিনি আরও বলেন, “দখলদারদের বিরুদ্ধে হামাস আল-আকসা স্টর্ম অভিযান চালানোর ফলে ইজরায়েল এখন পশ্চিম তীরে প্রবল চাপ সৃষ্টি করতে চাচ্ছে। একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয়েছে।”
খালেদ মেশাল বলেন, “ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জুলাই মাসের প্রস্তাব থেকে সরে এসেছেন। হামাস যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার চেষ্টা করেছে। তবে নেতানিয়াহু এটিকে ব্যর্থতার দিকে নিয়ে গিয়েছেন।”
তিনি আরও বলেন, “গাজার ওপর ইজরায়েলি শত্রুর আক্রমণ কৌশলগতভাবে সফল হলেও, একইভাবে তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে।” সূত্র: মেহের নিউজ এজেন্সি