‘জিম্মি বিনিময় দেখে বোঝা যায়, কোন পক্ষ জীবনকে মূল্য দেয়’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫

হামাস ও ইজরায়েলির মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখে কোন পক্ষ মানুষের জীবনকে মূল্য দেয় তা বোঝা যায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, “বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সক্রিয়ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করেছে। বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভূমি রক্ষায় স্থিতিস্থাপকতার জন্য ফিলিস্তিনি জনগণ প্রশংসা পাবার যোগ্য।”

তিনি আরও বলেন, “ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখে বোঝা যায়, কোন পক্ষ মানুষের জীবন ও মর্যাদাকে মূল্য দেয়। আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে সমর্থন জানাতে হবে।”

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে ৩ নারী ইজরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১০ হাজারের ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ