আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করলো ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইজরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটজ আজ বুধবার এ ঘোষণা দিয়েছেন।
ইজরায়েল কাটজ বলেন, “জাতিসংঘ মহাসচিবকে পারসনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। তিনি ইজরায়েলে ঢুকতে পারবেন না।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ মহাসচিবকে ইজরায়েলবিরোধী ও সন্ত্রাসবাদী। তিনি ধর্ষক ও খুনিদের সমর্থক। আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”
উল্লেখ্য, ইজরায়েল কাটজের এসব মন্তব্য উদ্দেশ্য-প্রণোদিত। কারণ, মঙ্গলবার রাতে ইরান ইজরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া তিনি আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন। সূত্র: বিবিসি