জাকির আবু জাফর

জাকির আবু জাফর

জাকির আবু জাফরের কবিতা ‘সংস্কারের স্বরলিপি’

প্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৪

সবার চোখে আঁকতে হবে উদযাপনের ছক
স্টেশনে দাঁড়িয়ে আছে জীবন পর্যটক!
সংস্কারের বর্ণমালা উড়ছে হাওয়ায় ফের
সংবিধানে স্বরলিপি নতুন বসন্তের।

বিপ্লবীদের বুকের কাছে স্বপ্ন অগণন
সম্পাদিত হবে একটি রাষ্ট্র-সংকলন!
ন্যায় নীতির সুর সুরভি জড়িয়ে দয়ে তা
পাণ্ডুলিপির থাকবে ভীষণ গ্রহণযোগ্যতা।

সব অধিকার কাব্য হবে গল্প হবে শ্বাস
এডিট হবে দুর্মুখোদের সকল কু-অভ্যাস!
বন্ধ হবে খুনির নিদান আয়না ঘরের দ্বার
সেলাই হবে জুলুমবাজির সকল অবিচার!

কষ্টগুলো পুষ্প হবে দুঃখ হবে গান
স্বপ্ন দিয়ে তৈরি হবে নতুন অভিধান।
বিশ্বাসীদের বসবে মেলা তরুণ চোখের হাট
যাচাই হবে গল্পগুলো ঠিক কি বানোয়াট।

পাঠক মহল সহজ করে বলবে যে যার মত
আর হবে না ডলার-পাখি সহজ গনিমত।
লকার ভেঙে উড়াল তোলার দৃশ্য হবে শেষ
আত্মসাতের শিল্পকলা রুখবে বাংলাদেশ !

নতুন ভোরের মিলবে দেখা আজ নয় তো কাল
বিজ্ঞাপনে থাকবে কিছু প্রেমের আতপ-চাল।
দেশপ্রেমীদের সঙ্গে হবে উদার মনের মিল
স্বাধীন চোখের দৃষ্টি হবে প্রতিশ্রুতি-শীল।

প্রচ্ছদে তার জ্বলবে শিখা গণতন্ত্রী-মন
বিশেষ সংখ্যায় ছাপা হবে নতুন নির্বাচন!