
জনপ্রিয় অভিনেতা উদয়শঙ্কর পাল আর নেই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ২১, ২০২৪
টালিউডের জনপ্রিয় অভিনেতা উদয়শঙ্কর পাল আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রায় মাসখানেক আগে উদয়শঙ্করের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। ২০ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেন পরিচালক অনীক দত্ত। এ নির্মাতার প্রায় ছবিতেই অভিনয় করেছিলেন উদয়শঙ্কর।
ফেসবুকে অনীক লেখেন, “আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছিলেন। কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডাবিং করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যানসারের সঙ্গে এই লড়াইয়ে হেরে গেলাম আমরা।”
পরিচালক অভিজিৎ পাল বলেন, “সোমবার সন্ধা ৬টা ১৫ নাগাদ উনি চলে গেলেন। চিকিৎসা চলছিল। দীর্ঘদিনের একটা লড়াই আমরা লড়েছি। সন্দীপ রায়, অনীক দত্ত, লগ্নজিতা ও দেবলীনা দত্তসহ অনেকেই পাশে ছিলেন। এছাড়া বহুমানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন।”
ব্যক্তিজীবনে উদয়শঙ্কর ছিলেন অবিবাহিত। সোমবার রাতে শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার দুই ভাই।
উদয়শঙ্কর পাল অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে: ভূতের ভবিষ্যৎ, ফেলুদা ফেরত, অপরাজিত ও শজারুর কাঁটা। দর্শকের মনে তিনি ভূতের ভবিষ্যৎ ছবির ‘আত্মারাম’ হিসেবেই জায়গা করে নিয়েছিলেন।