জগলুল আসাদের খুদে কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২১

এক.
যদি মরি
শিয়রে দিও
একবাটি সবজি খিচুরি!

দুই.
যদিও-বা না থাকি হাংরি
খেতে পারি গোটা প্লেট
ভাত-মূলা-চিংড়ি!

তিন.
প্রতিদিন দিও হে `গৃহকর্তা`
থালার পাশে কালিজিরা ভর্তা
পেটে আমার না জ্বললেও ক্ষুধার আগুন
মাঝে মাঝে দিও ভর্তা পোড়াবেগুন।

চার.
যদি যায় যাক কল্লা
খাব তবু আলুভাজি-করল্লা

পাঁচ.
দিও না কখনো খাবার আমায় মেপে
যদি রাঁধো সরিষা-ইলিশ-পেঁপে

ছয়.
আজকাল ভালো লাগে ঝাল
পুঁটিমাছ ভাজা দিও
পরশু বা কাল।

সাত.
আজকাল কিছুই নয় জানি সস্তা
তবু খেতে পারি দিনের পর দিন
তোমার হাতের চিকেন-নুডুলস-পাস্তা।

আট.
জীবনে বা ঋতুতে আসলেও হিম
রুচিমান থাকবোই খেতে ভাত-ডিম।

নয়.
বংশীয় পোলা হলেও খেতে পারি যা-তা
তবু রেঁধো কৈ, চিংড়ি-লাউ, সাথে ধনেপাতা।

১০.
যেদিন থাকবে মৃদু রোদ বা হাল্কা বৃষ্টি-হাওয়া
খেতে চাইবো একবেলা শুধু `বৌওয়া`।

এগারো.
খুব বেশি চাওয়া নেই, হে পরোয়ারদিগার
না হারাই যেন নিয়ামত— ভাত-মরিচ আলুভর্তার।