
ছিনতাইকারীর ছুরির আঘাতে ব্যবসায়ী নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫
ছিনতাইকারীর ছুরির আঘাতে মাছ ব্যবসায়ী সাইফুল আলম নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছ কিনতে যাচ্ছিলেন।
এসময় তাদের বহনকারী অটোরিকশাটি ডুবাইল এলাকায় পৌঁছালে ৩ মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরির আঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
সবশেষ সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”