ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেন অরুণা বিশ্বাস

প্রকাশিত : সেপ্টেম্বর ০৩, ২০২৪

কোটাসংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শোবিজের অনেক তারকাকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান। আবার অনেকে দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা গেছে, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট আজ মঙ্গলবার সকালে সোশ্যালে ভাইরাল হয়।

সেখানে দেখা গেছে, অভিনেত্রী অরুণা বিশ্বাস ও সোহানা সাবার অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য।

সেই গ্রুপে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ ও সাজু খাদেমসহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিচার চেয়েছেন।