
চিরনিদ্রায় সমাহিত অভিনেতা আহমেদ রুবেল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৮, ২০২৪
গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন অভিনেতা আহমেদ রুবেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এদিন দুপুরে অভিনেতার মরদেহ গাজীপুরের উত্তর ছায়াবীথির নিজ বাড়িতে নেয়া হয়। তার মরদেহ দেখতে স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও ভক্তরা ভিড় করেন। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গণ্যমান্য লোকজন জানাজায় অংশগ্রহণ করেন। পরে সিটি করপোরেশন কবরস্থানে মায়ের পাশে সমাহিত হন আহমেদ রুবেল।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান।
সেখানে মাথায় পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পার্শ্ববর্তী স্কয়ার হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করে জানান, কার্ডিয়াক অ্যারেস্টে রুবেলের মৃত্যু হয়েছে।
এদিন রাত সাড়ে ৯টা নাগাদ আহমেদ রুবেলের মরদেহ রাখা হয় মোহাম্মদপুর মারকাজুলের হিম ঘরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে মঞ্চ, নাটক ও থিয়েটার কর্মীরা তাকে শ্রদ্ধা নিবেদন করেন।