চার বছরের শিশু ধর্ষণ, ১৩ বছরের কিশোর আটক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার সদর ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামে ৪ বছরের কন্যাশিশুকে ধর্ষণের দায়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে পুলিশ আটক করেছে।

ধর্ষিত শিশুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জরিনা আক্তার ৪ বছরের শিশুকন্যাকে পাশের কুদ্দুছের বাড়িতে রেখে নিজের কাজে ব্যস্ত ছিলেন।

এসময় ওই কিশোর ঘুরে বেড়ানোর কথা বলে শিশুকে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে একটি ধানক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। প্রায় সময়ই শিশুটিকে পাশের বাড়িতে রেখে জরিনা কাজে যায়।

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, “অভিযুক্ত কিশোর এবং ওই শিশুটিকে হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আটক কিশোরকে শিশু আদালতে পাঠানো হবে।”