গাজায় স্কুলে ইজরায়েলি হামলায় নিহত ১৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪
মধ্য গাজার একটি স্কুলে বাস্তুহারা ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইজরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন নিহত হয়েছে। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।
নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় একটি পরিবারের সব সদস্য নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে। উত্তর গাজায় একটি রাস্তার কিনারে খেলার সময় ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়।
বেসামরিক প্রতিরক্ষার একজন মুখপাত্র বলেছেন, গাজার আশপাশের শত শত বাস্তুচ্যুত মানুষ আল-মুফতি স্কুলে আশ্রয় নিয়েছিল। কিন্তু ইজরায়েলি হামলায় সেখানে কমপক্ষে ৫০ জন আহত এবং এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সাম্প্রতিক সময়ে গাজায় সবচেয়ে বেশি সংঘাতের খবর আসছে উত্তরাঞ্চলে। সেখানে ইজরায়েলি বাহিনী একটি বড় স্থল অভিযানের অংশ হিসেবে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আক্রমণ জোরদার করছে। এরই মধ্যে সেখানে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে।
বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়ার বাসিন্দারা গাজা সিটির কাছাকাছি এলাকা থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। ওই অঞ্চলের বৃহত্তম শহরের উপকণ্ঠে ইজরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। সেখানকার বিভিন্ন হাসপাতালে সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রেড ক্রসের সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সূত্র: বিবিসি