গাজায় শরণার্থী শিবিরে বুধবার ইজরায়েলি হামলায় নিহত ৩১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় বুধবার ইজরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। মৃত্যুভয়ে জাবালিয়া ছেড়ে পালাচ্ছেন স্থানীয় লোকজন।

শরণার্থী শিবিরে কয়েক দফা হামলার কারণে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষ। সেখানে ত্রাণ সরবরাহ ও খাদ্য কার্যক্রম বন্ধ করে দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল।

গাজা যুদ্ধ শুরুর পর ইজরায়েল বারবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে হামলা চালিয়ে আসছে ইজরায়েল। মাত্র দেড় বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই শিবিরে ১ লাখ ১৬ হাজারের মতো নিবন্ধিত শরণার্থীর বসবাস।

ইজরায়েলে মানবাধিকার সংস্থা বি`টসেলেমে জানিয়েছে, উত্তর গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইজরায়েল।

গোটা গাজা উপত্যকায় বড় যে ৮টি শরণার্থীশিবির রয়েছে, তার একটি জাবালিয়া। এটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এমন জায়গায় যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে ইজরায়েল।

ইজরায়েলের দাবি, হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়ার সক্ষমতা কমাতে জাবালিয়াতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা