গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরও ইজরায়েলি হামলা, নিহত ৮৭
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৫
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। চুক্তি ঘোষণার পর এখনো পর্যন্ত ভূখণ্ডটিতে ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ২১ শিশু ও ২৫ নারী রয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরেই প্রাণ গেছে ২০ জনের। এছাড়া খান ইউনিসসহ বিভিন্ন এলাকাতেও ব্যাপক বিমান হামলা চালানো হয়।
গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইজরায়েল। এই চুক্তি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, “ইজরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে।”
তবে এর আগপর্যন্ত আরও ভয়াবহ হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা। কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। সূত্র: আল জাজিরা