গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। পাশাপাশি উভয় পক্ষকে তাদের প্রতিশ্রুতিকে বহাল রাখতে ও চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।
জাতিসংঘের মহাসচিব বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে।
আন্তোনিও গুতেরেস বলেন, “এই চুক্তির মধ্যস্থতায় আমি মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের নিবেদিত প্রচেষ্টার জন্য প্রশংসা করছি। কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের অটল প্রতিশ্রুতি এই অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “আমি সব পক্ষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এবং এই চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।”
যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে এই মধ্যস্ততায় নেতৃত্ব দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। তিনি বলেন, “এই চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ হচ্ছে ৪২ দিন। এই সময়ের মধ্যে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেবে যারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি আছে। এর বিনিময়ে ইজরায়েলও বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।”
আল থানি আরও বলেন, “যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি বাস্তবায়িত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের বিস্তারিত বিষয়টি সম্পর্কে সম্মতি পাওয়া যাবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ইজরায়েলের প্রায় ১২০০ মানুষ নিহত হয় আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে।
ইজরায়েলি হামলায় নিহত হয়েছে ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র: এনডিটিভি