গাজায় নিহত ৫৩, দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৪

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি কয়েকজন ফিলিস্তিনি ও ইজরায়েলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

রোববার কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন।

মিশর কাতারের রাজধানী দোহায় ইজরায়েল ও মিসরীয় প্রতিনিধিরা পুনরায় যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছে। মনে করা হচ্ছে, ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্থায়ী বিরতিতে যাওয়ার প্রচেষ্টা।

সিসি জানান, স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের ১০ দিনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা উচিত।

ইজরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে ৫৩ জন এবং লেবাননে ২১ জনকে হত্যা করেছে।  জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস অবরুদ্ধ উত্তর গাজায় মৃত্যু, আঘাত ও ধ্বংসের যন্ত্রণাদায়ক পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “তেহরান যুদ্ধ চায় না। তবে ইজরায়েলের সাম্প্রতিক হামলার উপযুক্ত জবাব দেবে।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৪২ হাজার ৯২৪ জন নিহত এবং এক লাখ ৮৩৩ জন আহত হয়েছে। হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইজরায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়। সূত্র: আল জাজিরা