গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৪০৪, জামায়াতের নিন্দা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৫

আজ মঙ্গলবার ভোরে গাজাজুড়ে ইজরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় ৪০৪ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে লেখেন, “যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইজরায়েলি হামলায় শিশুসহ সাড়ে ৩ শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

বিবৃতিতে আরও লেখা হয়, “১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইজরায়েল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা।”

মিয়া গোলাম পরওয়ার লেখেন, “ইজরায়েলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইজরায়েলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।”

বিবৃতিতে আরও লেখা হয়, “পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইজরায়েলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতি মেনে চলতে ইজরায়েলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”