গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৩০০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৫

যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর গাজায় ইজরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ ৩০০ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। গাজার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইজরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইজরায়েলি সামরিক বাহিনী) ও শিন বেইট গাজাজুড়ে হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই গাজায় এ হামলা করেছে ইজরায়েল। হোয়াইট হাউস বলেছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইজরায়েল। সূত্র: আল জাজিরা ও রয়টার্স