
গাজায় ইজরায়েলি হামলায় নিহত আরও ৪২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ০২, ২০২৫
গাজায় ইজরায়েলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত ও ২০০ ফিলিস্তিনি আহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৪০০। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইজরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় আহত ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৮৩।
১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইজরায়েল। এর পর প্রায় ২ মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্য কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইজরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইজরায়েলি বিমান হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ইজরায়েলি হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইজরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইজরায়েল। সূত্র: আনাদোলু