
গাজায় ইজরায়েলি বিমান হামলা, নিহত বেড়ে ৪০৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৮, ২০২৫
গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত ৪০৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, গাজাজুড়ে ইজরায়েলি বিমান হামলায় ৪০৪ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজার উত্তরাঞ্চলের ১৫৪ জন রয়েছে।
এর আগে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গাজায় ইজরায়েলি হামলায় ৫৬২ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সরাসরি সম্প্রচারিত আপডেটে আল জাজিরা জানিয়েছে, গাজাজুড়ে ইজরায়েলি বিমান হামলায় অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইজরায়েলের সবচেয়ে বড় হামলা।
গাজার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইজরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
গাজার মধ্যাঞ্চলের আল দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল তাবি`ঈন স্কুলে ইজরায়েলি যুদ্ধবিমান ও বোমা হামলায় পাঁচজন নিহত ও অনেকে আহত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইজরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইজরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে।
সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইজরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইজরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইজরায়েলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজাজুড়ে হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে। সূত্র: আল জাজিরা