গাজার শেষ ক্যানসার হাসপাতাল গুড়িয়ে দিল ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২২, ২০২৫

গাজার শেষ ক্যানসার হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে ইজরায়েল। তার্কিস-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল নেতজারিম করিডরের সালাহ আল দীন স্ট্রিটের কাছে অবস্থিত।

হাসপাতালটিতে প্রতি বছর ১০ হাজার রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটি ইজরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো।

২০১৭ সালে তুরস্ক ৩৪ মিলিয়ন ডলার অনুদান দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করে। ইজরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো।

দখলদার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল।

আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি ধ্বংস করায় তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

তারা বলছে, গাজার হাসপাতালে হামলার মাধ্যমে ইজরায়েলের হিংস্র নীতি প্রকাশ পায়। গাজাকে বসবাসের অনুপযোগী করতে এবং জোরপূর্বক এর বাসিন্দাদের সরিয়ে দেওয়ার জন্যই এমন হামলা চালানো হচ্ছে। সূত্র: আল জাজিরা