গাজার গণহত্যার প্রতিবাদে সবাইকে রাজপথে নামার আহ্বান সারজিদের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ০৬, ২০২৫

গাজার গণহত্যার প্রতিবাদে দল-মত নির্বিশেষে সবাইকে রাজপথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে তিনি এই আহ্বান জানান।

সারজিস লেখেন, “এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।”

তিনি আরও লেখেন, “আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।”

সারজিদ লেখেন, “কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইজরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।”

তিনি আরও লেখেন, “আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।”

সারজিস লেখেন, “প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। মার্চ ফর গাজা, বাংলাদেশ ফর গাজা।”