গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে ভোট পেছালো ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটের আয়োজন পিছিয়ে দিয়েছে ইজরায়েলি মন্ত্রিসভা। ইজরায়েলের সব শর্তে হামাস রাজি না-হওয়া পর্যন্ত এই ভোট হবে না।
বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইজরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “হামাস শেষমুহূর্তে কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে। তাই হামাস সব শর্তে রাজি না-হওয়া পর্যন্ত মন্ত্রিসভার ভোট অনুষ্ঠিত হবে না।”
চুক্তি অনুমোদন করলে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইজরায়লের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।
গাভির একটি টেলিভিশন বিবৃতিতে বলেন, “যে চুক্তিটি হতে যাচ্ছে তা বেপরোয়া চুক্তি। এই চুক্তি হলে শত-শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থাকবে।”
এর আগে বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেন। ইজরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ অবসানে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর।
রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি