গাজা যুদ্ধে ৮০০ ইজরায়েলি সেনা নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৪

গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইজরায়েলের ১ কর্মকর্তা নিহত হয়েছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ৮০০ ইজরায়েলি সেনা নিহত হয়েছে।

ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গাজায় উত্তরে জাবালিয়ায় নিহত ওই ইজরায়েলি সেনা কর্মকর্তা কফির ব্রিগেডের সদস্য ছিল।

ইজরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইজরায়েলি সামরিক বাহিনীর ৮০০ সেনা ও কর্মকর্তা নিহত হয়েছে।

অন্যদিকে একই সময়ে ইজরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রায় ৪৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১,০৪,০৯২ জন।

গাজায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এই হত্যাযজ্ঞ চালানোর পরেও ইজরায়েল এখনও তার দুটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তা হলো: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং ইজরায়েলি বন্দিদের মুক্ত করা।

অধিকার সংস্থাগুলোর মতে, ইজরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ, বিশেষত নারী ও শিশু।

আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা ও প্রধান শক্তিগুলোর সমর্থনে এই সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে। সূত্র: ইরনা