গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৯৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৩, ২০২৪
গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলি হামলায় ৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৪১,৭৮৮। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বাহিনী ৮ পরিবারের ওপর হামলা চালিয়ে ৯৯ জনকে হত্যা করেছে এবং ১৬৯ জনকে আহত করেছে। অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইজরায়েল ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
আক্রমণের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।
ইজরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি