
‘গণহত্যাকারী আ’লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২১, ২০২৫
জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনীতিতে নিষিদ্ধকরণের দাবিতে ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামের নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্ল্যাটফর্ম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।
এর আগে ঢাবির হল পাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে ঢাবি শিক্ষার্থীরা। মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লড়াই হবে একসঙ্গে, আওয়ামী লীগের বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এবি জুবায়ের বলেন, “১৬ বছরে সোনার বাংলাকে আওয়ামী লীগ জ্বালিয়ে পুড়িয়ে তামা তামা করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজ ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, কিন্তু তারা তা করতে পারেনি। আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে গণভোটের আয়োজন করলে, বাংলাদেশের মানুষ রায় দেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না।”
বক্তব্য শেষে প্ল্যাটফর্মটির নাম ঘোষণা দেন জুবায়ের। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনি যে দলের বা মতের হোন কেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চান তাহলে আমাদের পাশে দাঁড়ান।”
জুলাই অভ্যুত্থানের আরেক সংগঠক মোসাদ্দেক বলেন, “জুলাইয়ে অভ্যুত্থান শেষ হওয়ার পর সেই প্ল্যাটফর্ম বিভিন্ন হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে। যার কারণে আমরা এমন একটি প্ল্যাটফর্মের ঘোষণা করেছি, যে প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বিলুপ্ত করে দেওয়া হবে। আমাদের প্ল্যাটফর্ম গণহত্যারকারী আওয়ামী লীগ নিষিদ্ধের প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, “আপনারা যদি সত্যিকার অর্থে চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হোন। ২২ মার্চ বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে ইফতার ও অবস্থান কর্মসূচি পালন করবে এ মঞ্চ।”