গণমাধ্যমকর্মীরা সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪
গণমাধ্যমকর্মীরা সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রোববার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “সোমবার থেকেই সচিবালয়ে ঢুকতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।”
বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ৫টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরপর থেকেই সচিবালয়ে ঢুকতে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফলে বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে ঢুকতে না পেরে বাইরে অপেক্ষা করে।
পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।
সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ বারিত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।