মুজতবা আহমেদ মুরশেদ
কোটা সংস্কার, আগুন, গুলি ও টিয়ারশেল
মুজতবা আহমেদ মুরশেদপ্রকাশিত : এপ্রিল ০৯, ২০১৮
#কোটা সংস্কার, আগুন, গুলি ও টিয়ারশেল#
১. মেধাবীদের পথ করে দিতে হবে রাষ্ট্র ও সমাজের আধুনিক অগ্রগতির প্রয়োজনেই। তাই কোটা সংস্কার নিয়ে সরকারকে যৌক্তিকভাবে চিন্তা করতে হবে।
২. এ সময়ে সকল মুক্তিযোদ্ধার নাতী-পুতি মুক্তিযুদ্ধের চেতনা বহন করে এটা অন্ধভাবে বিশ্বাস করা বোকামো। একইসাথে, ভুয়া মুক্তিযোদ্ধাও যে আছে, সেটাও তো মাথায় থাকতে হবে।
৩. কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরতরা চারুকলায় হামলা করলো। এরা মঙ্গল শোভাযাত্রা বিরুদ্ধ শক্তি।
ভিসির বাসভবনে আগুন দিলো - এ তো অন্য কিছুর ইঙ্গিত দেয়। মনে হয় কচি মাথাগুলোকে চিবিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পেছনে কেউ দাবার বৃহত্তর ছক কষেছে।
৪. দিনগুলো ভালো নয়।
৫. পুলিশ সহনশীল হবে, আর ছাত্রলীগ যেনো পুলিশের ভূমিকায় না থাকে। ভাববেন কিন্তু গভীরে যারা অনেক কিছু পরিচালনা করেন। পুলিশের ভেতরে অনেকের দাবার গুঠি আছে, আর ছাত্রলীগেও আছে অনেক সুবিধাবাদী কাকেরা।
৬. এমন দেশটি কোথাও খু্ঁজে পাবে নাকো তুমি!
৭. জয় বাংলা।
মুজতবা আহমেদ মুরশেদ
সম্পাদক, দি উইকলি ফিন্যান্স ওয়ার্ল্ড।