কুয়ালালামপুর বিমান বন্দরে ৩৬ বাংলাদেশি আটক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে মঙ্গলবার ৩৬ বাংলাদেশিসহ ৪৫ জনকে আটক করে কেএলআইয়ের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

এর আগে ১৭ মার্চ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।

আজ বুধবার একেপিএস বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে ৩ ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়। পরিদর্শন অভিযানে ১১৫ বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়।

দেখা গেছে, ৪৫ জন এই দেশে প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এর মধ্যে ৩৬ বাংলাদেশি এবং বাকি নয়জন পাকিস্তানি।

কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না। আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।