কাশ্মীরে হামলা, ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।”

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়। এ ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা।

ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে। হামলার পেছনে পাকিস্তান জড়িত আছে কিনা এবং ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে ওয়াশিংটন কোনো ভূমিকা পালন করছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেন, “পরিস্থিতির তীব্রতার কারণে বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আর কোনও মন্তব্য করা হবে না।”

এদিকে প্রতিবেশী দুই রাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে বলেছে জাতিসংঘ। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া