অলঙ্করণ: রিফাত বিন সালাম

অলঙ্করণ: রিফাত বিন সালাম

কাশ্মীর মুক্তি পাক

রিফাত বিন সালাম

প্রকাশিত : আগস্ট ০৫, ২০১৯

কাশ্মীরের এই বন্দিদশা কাশ্মীরের একার নয়। একই দুনিয়াতে একটা অঞ্চলে চলা নিপীড়নের ভার সারা দুনিয়ার উপর বর্তায়। তাই কাশ্মীর থেকে হাজার মাইল দূরে বসেও যারা এখনো এই উত্তাপ অনুভব করতে পারছে না, তারা মানুষ না, জানোয়ারও না, তারা স্রেফ আধুনিক চিন্তার দাস, অমানবিক, বোগাস, হাস্যকর এবং জঘন্য।

গত দুই সপ্তাহে কাশ্মীরে প্রায় ২০ হাজার ভারতীয় সেনা প্রবেশ করেছে। কাশ্মীর বিশ্বের সবচেয়ে বড় সামরিকায়িত এলাকা। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিয়েছে ভারত সরকার। কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেয়া হলো লাদাখকে। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক শীর্ষনেতা গৃহবন্দি। উপত্যকার বেশ কিছু এলাকায় এরই মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। বিজেপি ছাড়া অন্যান্য দলের রাজনৈতিক তৎপরতাও বন্ধ করা হয়েছে।

কাশ্মীরকে মুক্ত করার দায় শুধুমাত্র কাশ্মীরের মানুষের একার নয়। সারা দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতি মানুষই টিকিয়ে রেখেছে, তাই কাশ্মীরকে মুক্ত করার দায় সকলের উপরেই সমানভাবে বর্তায়। একইভাবে ফিলিস্তিন, ইয়েমেন, আফ্রিকা, আসাম বা বাংলাদেশের পাহাড়ে যে নিপীড়ন চলছে, তার দায়ও সকলের। যে কোনো মাধ্যমেই প্রতিবাদ জারি থাক। কাশ্মীর মুক্তি পাক।