কামরুজ্জামান কামু

কামরুজ্জামান কামু

কামরুজ্জামান কামুর পাঁচটি কবিতা

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২০

ভিটামিন ডি খাই

অফিসের ছাদে উঠে একেলা
ভিটামিন ডি খাই
বিরাট আকাশ দেখি
কা কা করতে করতে
কানের পিছন দিয়ে
কাক উড়ে যায়

আহা কালো পাখি
ভালো—
লাগে না আমার

পাশে ফুল ফুটে আছে লাল
একটু পরে ডার্ক হয়ে
যাবে এ বিকাল

গ্রন্থনাজটিল এই বিকালে বসিয়া
আমি মনে মনে ভাবি—
কাক কেন কা কা করেই
অলওয়েজ ডাকে?

কেন কামরুজ্জামান কামু
পুরা নাম ধ’রে
ডাকে না সে?

আমি রাগ করে ডেস্কে চলে আসি
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসী—
আমি মনে মনে গানও গাই
কপি লেখি
শীত নামছে ধীরে ধীরে

ফোর্থ ফ্লোর কাঁপিতেছে
কোভিড নাইন্টিন

তবুও তো এই ত্রস্ত—
শীতের প্রাক্কালে
নিশ্চিন্ত কেটে যাচ্ছে দিন
সাহিত্যের স্বয়ংক্রিয় সম্মেলনসম  
উপরে আছেন কবি মাসরুর আরেফিন

একটা গভীর কবিতা

আসো একটা গভীর কবিতা লেখি

কাপড় খোলো—

আমি তোমার দেশ ও জেন্ডার দেখব
আমি তোমার পুরুষতন্ত্র ও নারীবাদ দেখব
খয়েরি এবং মেরুন রঙের পার্থক্য দেখব;

আমি তোমার মরণোন্মুখ পাপিয়ার
আর্তনাদ থেকে জন্ম নেওয়া কবি—

একটা গভীর কবিতা লেখতে লেখতে
আমার মৃত্যু হবে,
প্রিয়তম—

শীত আসতেছে সুমিতা

বরফের মধ্যে ছলছল করতেছে
সোনালি রঙের হুইস্কি!

আসো চুমুক দেই
চিয়ার্স—

শীত আসতেছে সুমিতা
জানো নাকি তুমি তা

তোমার জানা আর না-জানার মাঝখানেও
কত মরুভূমি আছে
পাহাড়সমুদ্রনদী
দিগন্ত রয়েছে—

সেখানে আমি ঘুড়ি ওড়াব

শুধু কথা বলবো

আসো একটু কথা বলি—
আমার কথা বলার কোনো
লোক নাই

আসমুদ্রহিমাচলে আমি
তোমার সঙ্গে শুয়ে থাকতে চাই

কিন্তু শুয়ে আমরা কী করব
আমি তো তোমাকে টাচ করবো না

না, করবো না
শুধু কথা বলবো

আকাশ তারায় ভরা—

একথা প্রকাশ্যে তুমি বোলো না
এটা গোপনীয়

কথা বলতে বলতে আমরা
আসো একটা বাচ্চা জন্ম দেই
যেন বাচ্চাটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে
কথা বলা শুরু করে দেয়

একটি দুঃখজনক ঘটনা

চলো আমরা গরুর খামার দেখতে যাই
ছোটবেলায় শুনতাম, অস্ট্রেলিয়ান গরু নাকি
দেশি গরুদের থেকে
অনেক অনেক গুণ দুধ দেয় বেশি
চলো আমরা অস্ট্রেলিয়া যাব
সেখানে তো সুব্রত, লুনা রুশদী আরও কারা কারা যেন আছে

সাইফুল্লা দুলাল, তুমি যেন কোন দেশে থাকো ভাই
বড়শি দিয়া বড় বড় মাছ ধরো
একটা বেহেস্তি ব্যাপার
তাই আমি গরু পালতে চাই
না না সে তো কানাডায়

ও আচ্ছা, সেখানে আমি যাব

আরও আরও যত বন্ধু বান্ধব রয়েছে
দেশে দেশে ব্যবসা-বাণিজ্য করে
নীল সমুদ্রের পারে ছবি তুলে পোস্ট দেয়
তোমরা আরও মোবাইল ফোনের ছবি
পোস্ট দিয়ো

আর তোমাদের উন্নত দেশের
বড় বড় গরুগুলি দুধ দেয় কত
একটু খোঁজ নিয়ে ম্যাসেঞ্জারে
আমাকে জানাও

কারণ, আমি একটা বাংলাদেশে
গরুর খামার করতে চাই
বাজারে প্যাকেটজাত খাঁটি দুধ
নাই বলে একটা পুরা জেনারেশন
ক্যালসিয়াম বঞ্চিত হচ্ছে
এটা খুব দুঃখজনক!