কামরুজ্জামান কামু
কামরুজ্জামান কামুর তিনটে কবিতা
প্রকাশিত : অক্টোবর ১৭, ২০২০
নাচিব শরতকাল
আজি ভেরেন্ডা ভাজিব
আজি আমি সারাদিন
ছাদের উপরে বসে
আকাশের নিচে বসে
ফোক চর্চা করব
মানে, আমি এক বিশ্ববিদ্যালয়
পাশ করতে যতদিন লাগে
তারও চেয়ে বেশিদিন
গাহিব গাহিব বঙ্গে
ভেরেন্ডা-সঙ্গীত
কিসের অনুপ্রাস বাজে ওই
এই ধ্বনি এই ছাদ এইযে
আকাশ ভরা তারা
ক্ষীন ঝিঁঝিঁ ডাকিতেছে
জিডিপির টক শো`র
নিচে দিয়া স্ক্রল যাচ্ছে
অভাবের তাড়নায়
বাচ্চাকাচ্চা সঙ্গে নিয়া
আত্মহত্যা করেছে আরিফা
আজি আমরা সারাদিন
আকাশের নিচে বসে
গাহিব শরতকাল
মোরা নাচিব শরতকাল
বঙ্গে
রাজনীতি নিয়া
রাজনীতি নিয়া কথা বইলো না
বরং চলো আমরা
হিমছড়ির পাহাড়ে গিয়া
মদের বোতল খুলি
কিন্তু সেটা কোনদিকে কোন হিমছড়ি
দশ বছর আগেও তো আমি হিমছড়ি
একবার যাওয়ার কথা ভাবতেছিলাম
কিন্তু ঠাণ্ডা লাগে
হিমছড়ি শব্দটা আমাকে, মানে...
আমার খুব ঠাণ্ডা লাগে
তা-ই আমি
রাজনীতি নিয়া কোনো কথাই বলবো না
পদ্মার পারে যাইতে হবে বঁধুয়া
পদ্মার চরে কাশফুল ফোটে বলেই
আজ আমাকে এই কবিতাটা লেখতে হচ্ছে!
এখন এই কবিতা লেখার জন্যে আমাকে
পদ্মার পারে যাইতে হবে
নাহলে আমি কীভাবে বুঝব যে
দীর্ঘ নদীর পারে দীর্ঘ কাশের বন
খুব গোপনে নীলাকাশের সঙ্গে
কোন কথা বলে
সেখানে বসিয়া আমি গান গাইবো
-তোমার গোপন কথাটি, সখি ...
গান শেষ না করেই আমি
ভটভট শব্দ তুলে
সামনে দিয়ে চলে যাওয়া
ইঞ্জিন নৌকার পানে
চাহিয়া রহিব
পদ্মার পারে যাইতে হবে
কাশফুল ফোটে বলেই তো
এই কবিতাটা এই মরমী বিকালে
আমি লেখি বলেই তো
শরতে আকাশ এতো নীল হয়ে
নিচে নেমে আসে