কানিজ কাদীরের কবিতা `এ কোন লজ্জা`
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৪
এঁকেছিলেন ছবি কামরুল-
ইয়াহিয়ার, লিখেছিলেন ক্যাপশন-
``এই জানোয়ারদের হত্যা করতে হবে।``
তারপর আমরা বিশ্বমাঝে
এঁকেছিলাম একমানচিত্র
যার নাম স্বাধীনতা।।
যেখানে নিজ দেশে-
হয়ে আছি পরাধীন।
স্বাধীন দেশে একোন আতঙ্ক।
দগ্ধ হচ্ছে যেখানে শরীর।।
আজ জাতির বিবেক লজ্জিত,
ধিক্কার জানানোর ভাষা-
আজ গেছে হারিয়ে।
বড় অসহায় আজ আমরা
পিষ্ট রাজনীতির যাতাকলে।
নিষ্ঠুর মানুষের বিবেকের কাছে,
হয়ে গেছি আজ জিম্মি মোরা।
বিশ্ববেহায়াও আজ যে পাচ্ছে লজ্জা!
এ লজ্জা ঢাকবো কি দিয়ে?
মূল্য দিয়ে কেনা সেই স্বাধীনতা,
বিজয় নিশানেও কি ঢাকা যাবে?
আজকের লজ্জা।
এ কোন লজ্জা!