কাজল শাহনেওয়াজ
কাজল শাহনেওয়াজের ৪ কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২০
আনন্দ পড়ে থাকে অসহ্য! কী দারুণ!
মাঝে মাঝেই গালে জমে অনেক কাশফুল
তাতে জড়িয়ে থাকে বিগত দিন
চেয়ে থাকে চোখা চোখা শলা
‘তুমি’ বিশেষ্য হয়ে স্বপ্নে লিখিত হও প্রতিরাতে
ভালোবাসা ছাই হবে, কে জানতো
হকার ডাকছে মেঘের দেশ থেকে
ভরে ছিল সবুজ ঘাস আর কদম ফুলের রঙিলা এক পাতা
কবিতায় সব মুছে দিতে চাই
তোমাদের তর্কের বাগানে
তর্কের কাশফুলগুলি রেজরে টেনে টেনে উপড়ে আনার পর
আনন্দ পড়ে থাকে অসহ্য! কী দারুণ!
কিশোরগঞ্জ ২০১৫ শ্রাবণ
মেথরপট্টির পাশ দিয়া যাবার সময় চোলাই বানাইবার পরের যে মিষ্টি গন্ধ
তার তুলনা নাই
সাথে শুয়োরের ঘোৎঘোতানি
স’মিল থেকে ফেলে যাওয়া মরা গাছের গুঁড়িতে
বসে থাকা একটা বুড়া মুখে
বহুদিন আগেকার কিশোর চেহারা এখনো ভেসে আছে
একটার পর একটা বুজে যাওয়া পুকুরের
রূপকথা
শ্রাবণের গাদলায়...
জেন সি
তোমার সাথে একবার দেখা হলে
খুঁজে পেতাম আমাদের মহল্লার মুচির পাশে জন্মানো
আমের চারাটিকে। তাকে কোলে তুলে নিতাম।
তুমি আমার সেই কচি পাতার দিন
একমুঠ চকলেটের মধ্যে সাধ্যের অধিক
সফল তরমুজের চিনি
গাজর খেতে পছন্দ করা মেয়ে
জেন সি’র বাচ্চারা ফিচেল
জানি না তরমুজ কি একটা আবেগ
সব কিছু চুষেচুষে খাইতে চায়
নাকি এটা তোমার নাম?
তোমার গর্ভকালীন ফুলে
একটা পোকা বাস করতে এসেছিল
তার চিহ্ন বহন করে আছে
আমি পেয়েছিলাম
বিভিন্ন কালারের তরমুজ
রসালো সেই কালারের সাথে
খুঁজেছিলাম চটকে চটকে
হঠাৎ দেখি যে একটা কাটা টুকরা
তারের সাথে ঝুলছে
বাচ্চারা তরমুজ আর গাজর নিয়ে খেলছে দুনিয়ায়
কাটা তরমুজের টুকরার সাথে ঘষছে শিকড় ছাড়ানো গাজর
করোনাকালীন শিশুরা গলায় খাবার আটকে গিয়ে মরে যাচ্ছে
জেনারেশন সি তরমুজে মাথা গুঁজেছে
বাঁকা চশমা
তোমার সঙ্গ ছাড়া আর কিছুতেই মন টিকে না। কোনো প্রিয় খাদ্য নাই, পানীয় নাই। দোকান নাই, জুতা নাই, জামা নাই, তুমি ছাড়া।
তুমি আবার আসবে, জানি।
এসে বলবে অনেক কিছু এনেছি তোমার জন্য।
ব্যাগভর্তি নানা রকম উপহার সংগ্রহ করেছো।
কিছু আমাকে দিবে। কিছু ঝুলিয়ে রাখবে।
কাল দিব, পরশু দিব বলে। আর এভাবেই একদিন দেখবো তুমি আরেক হাতের কাছে চলে যাচ্ছ। আর আমাকে তা দেখতে হচ্ছে একটা বাঁকা চশমা পড়ে।
আবার তোমার সেই রকমসকম।
ঘুরে ঘুরে ফতুর হয়ে, আবার আসার পায়তারা।
অনেকগুলি অভিজ্ঞতা সংগ্রহ করেছো।
অনেক ভুল হত্যাকাণ্ড দেখে এলে।
কিন্তু এবারো কী আমি সেরকম করবো?
তুমি যে ফিরে আসবে, সেই অপেক্ষায় পথে বসে থাকবো?
মন বানাতে আমি এখন পটু হয়ে গেছি।
তুমি চলে গেলে মনটা থাকে না
ফিরে এলে
পটাপট তৈরি হয় আমার মন
সেই মনটাই আবার কেমন করে ওঠে!