কবি সুফিয়া কামালের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৪

বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের আজ মৃত্যুদিন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯১১ সালের ২০ জুন, বরিশালে।

সে সময় বাঙালি মুসলমান নারীদের লেখাপড়ার সুযোগ একেবারে সীমিত থাকলেও তিনি নিজ চেষ্টায় লেখাপড়া শেখেন এবং ছোটবেলা থেকেই কবিতা চর্চা করেন।

সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবি জানান। ১৯৬১ সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে কবি যোগ দেন।

বেগম সুফিয়া কামাল শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে, সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, দিওয়ান, অভিযাত্রিক ইত্যাদি। ‘কেয়ার কাঁটা’ নামের একটি গল্পগ্রন্থ ছাড়াও তিনি ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, শিশুতোষ এবং আত্মজীবনীমূলক রচনাও লিখেছেন।