
কবি ফররুখ আহমদের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ
নীলিমা সেনপ্রকাশিত : আগস্ট ১১, ২০১৭
‘তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি’ কিংবা ‘হে নিশান ফের ইঙ্গিত দাও মানবতার’ মতো অসংখ্য স্মরণীয় পঙক্তির স্রষ্টা এবং বিশ্ব মানবতার কবিকণ্ঠ কবি ফররুখ আহমদের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৪ সালের এ দিনে ঢাকার ইস্কাটন গার্ডেনের সরকারি বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সাতসাগরের মাঝি, সিরাজাম মুনিরা, হাতেমতায়ী, নৌফেল ও হাতেম প্রভৃতি কালজয়ী কাব্য লিখে বাংলা সাহিত্যের ইতিহাসে যশস্বী হয়ে আছেন তিনি।
১৯১৮ সালে তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার মাঝআইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব সৈয়দ হাতেম আলী ওই এলাকার বিখ্যাত ব্যক্তি ছিলেন। মা বেগম রওশন আখতার। কবি শৈশবে মাতৃহারা হন।
কলকাতার বালিগঞ্জ হাইস্কুলের মেধাবী ছাত্র ফররুখ ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার রিপন কলেজে ভর্তি হন। পরে স্কটিশ চার্চ কলেজে দর্শনের ছাত্র ছিলেন। ১৯৪৭ সালের পর তিনি তৎকালীন রেডিও পাকিস্তান স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। পরিচালনা করেন কিশোর মজলিস।
ফররুখ আহমদ ছিলেন নীতির প্রশ্নে আপসহীন। বিশ্বাসের কারণে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি জীবনের একপর্যায়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। ঢাকার শাহজাহানপুরে কবি বেনজির আহমদের বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।