কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন। ফরিদপুরের চান্দ্রা গ্রামে ১৯২৪ সালের ১৯ অক্টোবর তার জন্ম। শৈশবের শিক্ষার বুনিয়াদ গ্রামের পাঠশালায়। সঙ্গে পারিবারিক শিক্ষার আবহে শিশু নীরেন্দ্রনাথের কাব্য প্রতিভার বিকাশ।
প্রথম কবিতা লেখেন পাঁচ বছর বয়েসে। যদিও তা প্রকাশ করেননি কোথাও। কলকাতায় যখন আসেন, তখন বয়স মাত্র ৬ বছর। প্রথমে বঙ্গবাসী স্কুল। পরে মিত্র ইনস্টিটিউটে স্কুলবেলা কাটে। ১৯৪২ সালে বঙ্গবাসী কলেজ থেকে আইএ পাশ করে সেন্ট পলস্ কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাশ করেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
ছাত্রজীবন থেকে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। হাতখরচ যোগাতে `দৈনিক প্রত্যহ` পত্রিকায় কাজ শুরু। এরপর কাজ করেন সত্যযুগ পত্রিকায়। কর্মজীবনে সম্পৃক্ত ছিলেন মাতৃভূমি ও ভারত পত্রিকায়। ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন।
১৯৫১ সালে যোগ দেন আনন্দবাজারে। তার সম্পাদনায় প্রকাশ হতো আনন্দমেলা। সংবাদপত্র ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
১৯৫৪ সালে বাংলা কবিতা নতুন স্বর পায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আগমনে। প্রথম কাব্যগ্রন্থ ‘নীল নির্জন’ এর স্বাক্ষর। এরপর একের পর এক প্রকাশ। মুদ্রিত হতে থাকে তার কবিতা, গল্প, উপন্যাস।
বিপুল সৃষ্টির মাঝে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অসামান্যভাবে বিরাজ করেন ‘কলকাতার যীশু’, ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর ‘উলঙ্গ রাজা’র মতো কালজয়ী ও বহুল আলোচিত কবিতার জন্য। ‘উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য ১৯৭৪ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার অর্জন করেন।
সৃষ্টিগুণে তার ঝুলিতে পুরস্কার ও সম্মাননা কম নয়। ১৯৫৮ সালে লাভ করেন উল্টোরথ পুরস্কার। ১৯৭০ সালে তারাশঙ্কর স্মৃতি পদক পান তিনি। ১৯৭৬ সালে ‘আনন্দ শিরোমণি’ পুরস্কারে ভূষিত হন কবি। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডি. লিট প্রদান করে ২০০৭ সালে।
পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কারও আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অর্জনে। ২০১৮ সালের ২৫ ডিসেম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী মারা যান।