কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৯, ২০২৪
কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৮৭৭ সালের ১৯ নভেম্বর নদিয়া জেলার শান্তিপুরের কাছে বাগআঁচড়া গ্রামে তার জন্ম। পিতা নৃসিংহ বন্দ্যোপাধ্যায়।
করুণানিধান শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল থেকে ১৮৯৬ সালে এন্ট্রান্স পাস করেন। এরপর কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফএ পাস করে কলকাতা জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে বিএ পড়া শুরু করেন।
১৯০২ সালে বিএ পাশ করে তিনি শিক্ষকতা শুরু করেন। ছাত্রজীবন থেকেই তিনি কবিতা লিখতেন। তার প্রথম লেখা দেশাত্মবোধক কাব্য ‘বঙ্গমঙ্গল’ প্রকাশিত হয় ১৯০১ সালে। এটি রাজরোষে পড়ার আশঙ্কায় বিনা নামে বের হয়।
অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: প্রসাদী, ঝরাফুল, শান্তিজল, শতনরী, রবীন্দ্র আরতি, গীতায়ন ইত্যাদি। তার দ্বারা পরবর্তীতে মোহিতলাল মজুমদারসহ অনেক কবি প্রভাবিত হন।
সাহিত্যে অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে ১৯৫১ সালে। ১৯৫৫ সালের ৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।