কবি অরুণ মিত্রর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০২, ২০২৪

কবি অরুণ মিত্রর আজ মৃত্যুদিন। ১৯০৯ সালের ২ নভেম্বর যশোরে তার জন্ম। পিতা হীরালাল মিত্র, মা যামিনীবালা দেবী। অল্প বয়সেই অরুণ মিত্র কলকাতায় যান।

কলকাতার বঙ্গবাসী স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। বিএ পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ পড়া শুরু করেন।

কিন্তু সাংসারিক কারণে পড়া অসমাপ্ত রেখেই ১৯৩১ সালে আনন্দবাজার পত্রিকায় চাকরি নেন। ১৯৪২ সাল পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন। এ সময়ে দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি ও বিভিন্ন লেখক গোষ্ঠীর সঙ্গে তার পরিচয় হয়।

১৮৪৮ সালে ফরাসি সরকারের আহ্বানে বৃত্তি নিয়ে ফ্রান্স যান। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেন। ফরাসি সাহিত্য অধ্যয়নের পর ১৯৫২ সালে দেশে ফিরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে দায়িত্ব নেন।

এর র কুড়ি বছর সপরিবারে এলাহাবাদেই বসবাস করেন। ১৯৭২ সালে অবসর নিয়ে ফিরে আসেন কলকাতায়। ১৯৯০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডি. লিট উপাধিতে ভূষিত করে।

ফরাসি ভাষা ও সাহিত্যে নিরন্তর গবেষণার জন্য ১৯৯২ সালে ফ্রান্সের সরকার তাকে ‘লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করে। ২০০০ সালের ২২ আগস্ট তিনি মারা যান।