কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আজ মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৪
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আজ মৃত্যুদিন। ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি মারা যান। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমানের যবগ্রামে তার জন্ম। বাবা মোহাম্মদ দোয়া বখশ ও মা জোহরা খাতুন।
উপন্যাস, ছোটগল্প ও নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী রচনা লিখে হাসান আজিজুল হক দেশের সাহিত্যাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন। এখনও লিখে চলেছেন সমৃদ্ধশালী রচনাবলি।
তার প্রকাশিত উপন্যাসের মধ্যে রয়েছে, বৃত্তায়ন, শিউলি ও আগুন পাখি। ছোটগল্প গ্রন্থের মধ্যে রয়েছে, সমুদ্রের স্বপ্ন: শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে ইত্যাদি।
তার রচিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চন্দর কোথায় (ভাষান্তরিত), অতলের আঁধি, কথা-লেখা-কথা ইত্যাদি। মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের মধ্যে রয়েছে, একাত্তর: করতলে ছিন্নমাথা, লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান ইত্যাদি।
সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে, গোবিন্দচন্দ্র দেব রচনাবলি, একুশে ফেব্রুয়ারি গল্প সংকলন, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি। তিনি একুশে পদক, বাংলা একাডেমি, লেখক শিবির পুরস্কার, সমকাল-ব্র্যাক সাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার, ক্রান্তি পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।