কথাসাহিত্যিক বাণী বসুর আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৫, ২০২৪
কথাসাহিত্যিক বাণী বসুর আজ জন্মদিন। ১৯৩৯ সালের ১১ মার্চ তার জন্ম। আশির দশক থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তিনি বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।
ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর ১৯৬২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ করেন। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ, পরে স্কটিশ চার্চ কলেজ।
বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনা করেন। তার প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১ সালে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭ সালে।
১৯৯১ সালে তিনি তারাশঙ্কর পুরস্কার, ১৯৯৭ সালে আনন্দ পুরস্কারক, ১৯৯৯ সালে বঙ্কিম পুরস্কার এবঙ ২০১০ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।
তার রচিত কথাসাহিত্যের বইগুলো হচ্ছে, মৈত্রেয় জাতক, অন্তর্ঘাত, কিনার থেকে কিনারে, উত্তরসাধক, পঞ্চম পুরুষ, বৃত্তের বাইরে, দিদিমাসির জিন, মেয়েলি আড্ডার হালচাল ইত্যাদি।