কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২৪

কথাসাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক ও জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। ১৯৮৫ সালের ৮ সেপ্টেম্বর তিনি মারা যান।১৮৯২ সালের ২৫ জুলাই নদিয়ার রাণাঘাটে তার জন্ম। পিতা নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় পেশায় উকিল ছিলেন।

কলকাতায় জাতীয় শিক্ষাপরিষদ-প্রবর্তিত প্রবেশিকা পরীক্ষায় ১৯০৮ সালে তিনি পঞ্চম স্থান অধিকার করেন। এরপর শান্তিনিকেতনে অধ্যয়ন করেন। ১৯১০ সালে তিনি শান্তিকেতনে ব্রহ্মাচর্যাশ্রমের শিক্ষক নিযুক্ত হন।

১৯১৮ সালে পাঠভবনে গ্রন্থাগারিক ও শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন। অবসর গ্রহণের পর নিজের বাড়িতে রবীন্দ্র একাডেমি গড়ে তোলেন। তার লেখা চার খণ্ডের রবীন্দ্রনাথের সুবিস্তৃত, সুশৃঙ্খল ও সুবিন্যস্ত জীবনচরিত এই বিষয়ে এক প্রমাণ্য গ্রন্থ, যা পঁচিশ বছরের একক পরিশ্রমের ফল।

তিনি এই জীবনী লিখেছেন মুগ্ধতা দিয়ে নয়, বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে। সুযোগ পেলেই রবীন্দ্রনাথের মতের বিরুদ্ধে তর্ক তুলেছেন, রচনার দুর্বল অংশগুলিক দুর্বল বলেই তার আরও কয়েকটি বই আছে।

তার লিখিত বইগুলো হচ্ছে, রবীন্দ্র জীবনী (চার খণ্ড ১৯২৯-১৯৫৪), রবীন্দ্র গ্রন্থপঞ্জী, রবীন্দ্র জীবনকথা, রবীন্দ্রনাথের চেনাশোনা মানুষ, শান্তিনিকেতন-বিশ্বভারতী, রবীন্দ্রনাথের গান-কালানুক্রমিক সূচি, রবীন্দ্র গ্রন্থ পরিচিতি, সোভিয়েত সফর, ফিরে ফিরে চাই (১৯৭৮ আত্মজীবনী), বাংলা ধর্মসাহিত্য (১৯৮১) এবং Indian Literature in China and Far East (১৯২৮ সালে কাশী বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতামালা)

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি লিট উপাধিতে ভূষিত করা হয়েছে। ১৯৬৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম এবং ১৯৮১ সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধীতে ভূষিত করে।