এর্নেস্তো কার্দেনাল
এর্নেস্তো কার্দেনালের কবিতা ‘মোবাইল ফোন’
ভাষান্তর: রথো রাফিপ্রকাশিত : মার্চ ০৪, ২০২৪
মোবাইল ফোনে আপনি কথা বলেন
এবং বকবকান আর কথা বলেন,
হাসতে হাসতেই তা করে থাকেন
মোবাইল ফোন কিভাবে তৈরি হয় তা না জেনেই
এবং আরো অনেক কম জেনে তা কিভাবে কাজ করে
কিন্তু তাতে কী আসে যায়?
সমস্যা হলো আপনি জানেন না
ঠিক যেমন জানতাম না আমি
যে কঙ্গোতে
বহু লোক মারা গেছে—
হাজারে
হাজার!
আপনার মোবাইল ফোনের জন্য।
মারা যাচ্ছে কঙ্গোতে।
কঙ্গোর পাহাড়ে আছে কোলটান
(যেমন আছে সোনা
এবং হীরা)
ব্যবহার হয় মোবাইল ফোনের
কনডেনসারে।
এ বস্তুর নিয়ন্ত্রণ ধরে রাখতে
বহুজাতিক করপোরেশন
অশেষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে
১৫ বছরে মারা পড়েছে ৫০ লাখ।
করপোরেশনগুলো চায় না
এ জানাজানি হোক
যে দরিদ্র লোকে ভরা কঙ্গো সম্পদে ভরপুর এক দেশ।
বিশ্বের ৮০ শতাংশ কোলটান
রিজার্ভ আছে কঙ্গোতে।
কোলটান সেখানে তিন হাজার
মিলিয়ন বছর ধরেই আছে।
নকিয়া, মটোরোলা,
কমপ্যাক, সনি
কোলটান কিনে থাকে,
কিনে থাকে পেন্টাগনও,
দ্য নিউ ইয়র্ক
টাইমস
করপোরেশনও।
তারা চায় না এ জানাজানি হোক
আর বন্ধ হোক
যুদ্ধ
যেন তারা কোলটান লুটপাট চালিয়ে যেতে পারে
৭ থেকে ১০ বছরের শিশুরা কুড়িয়ে থাকে
কোলটান
কারণ দিনে মাত্র ২৫ সেন্টের বিনিময়ে তাদের ছোট শরীর
ছোট ছোট গুহার জন্য
সবচেয়ে উপযোগী
আর কোলটান পাউডারে
শ্বাস নিতে নিতে
কিংবা পাথর ভাঙার ফলে
তা মাথার ওপর পড়ে
মারা পড়ে দলে দলে শিশুরা
দ্য নিউ ইয়র্ক টাইমস, পত্রিকাটিও
চায় না তা জানাজানি হোক
এই অর্গানাইজড ক্রাইম তাই
অজানাই থেকে যায়।
মাল্টিন্যাশনালদের
অর্গানাইজড ক্রাইম।
প্রেমের বৈশ্বিক চেতনা
অনুভব করে
সত্য, ন্যায়বিচার, ভালোবাসা
এবং সত্য
এবং সত্যের
গুরুত্ব
যা আমাদের মুক্তি দেয়।
কোলটান সম্পর্কে এই সত্য
কোলটান আছে আপনারই মোবাইল ফোনে
যা দিয়ে আমরা কথা বলি, বকবকাই,
আর মোবাইল ফোনেই করি আমরা
বিড়বিড়, আর হাসাহাসি।
কবি পরিচিতি: জন্ম: জন্ম ২০ জানুয়ারি ১৯২৫, মৃত্যু ১ মার্চ ২০২০। তিনি ছিলেন নিকারাগুয়ান ক্যাথলিক যাজক ও রাজনীতিবিদ। এর্নেস্তো কার্দেনাল মূলত প্রেম, দ্রোহ ও স্বদেশ চেতনার কবি ছিলেন।