এরিখ ফ্রিডের ৩ কবিতা

বাঙ্লায়ন: রথো রাফি

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৩

প্রেম ও আমরা

 

প্রেম কী আমাদের কাছে?
আমাদের কোন কাজে এসেছিল প্রেম
কর্মহীনতার বিরুদ্ধে
হিটলারের বিরুদ্ধে
শেষ যুদ্ধ কিংবা গতকাল
আর আজকের বিরুদ্ধে
নতুন আতঙ্ক
আর বোমার বিরুদ্ধে?

 

আমাদের ধ্বংস করে যা কিছু
তাদের বিরুদ্ধে
কোন কাজে আসে?
কোনো কাজেই আসে না:
প্রেম আমাদের সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা
প্রেম কী হয় আমাদের?

 

আমরাই বা কী প্রেমের কাছে?
তার কোন কাজে এসেছি আমরা
কর্মহীনতার বিরুদ্ধে
হিটলারের বিরুদ্ধে
শেষ যুদ্ধ কিংবা গতকাল
আর আজকের বিরুদ্ধে
নতুন আতঙ্ক
আর বোমার বিরুদ্ধে?

 

তাকে ধ্বংস করে যা কিছু
তাদের বিরুদ্ধে
কোন কাজেই-বা আসি?
কোনো কাজেই তো আসি না:
আমরা প্রেমের সঙ্গে করেছি বিশ্বাসঘাতকতা

 

তবে হয়তো

 

আমার বড় বড় কথা
রক্ষা করতে পারবে না আমাকে মৃত‌্যুর হাত থেকে
আর আমার ছোট ছোট কথা
তারাও পারবে না মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করতে
আর বড় বড় কথা আর ছোট ছোট কথার
মাঝখানে যে নীরবতা, না, তাও পারবে না

 

মৃত্যুর ছোবল থেকে আমাকে বাঁচাতে
তবে হয়তো
এসব কথার কিছু হয়তো
আর বিশেষ করে
হয়তো ছোট ছোট কথা
কিংবা কথাগুলোর ফাঁকে
যে নীরবতা শুধু তা-ই

দুয়েকজনকে মৃত্যুর হাত থেকে বাঁচাতেও পারে
যখন আমি আর নেই

 

দিবাস্বপ্ন

 

আমি এত ক্লান্ত
যে
তৃষ্ণা পেলে
চোখ বুজেই
কাপ কাত করি
আর পান করি
কারণ আমি যদি
চোখ খুলি
এটা না থাকে ওখানে
আর ক্লান্তিবশত আমিও
সেখানে পারবো না যেতে
বানাতেও পারবো না চা
আমি এত সজাগ
যে, তোমাকে চুমু খাই
তোমাকে টোকা দেই
আর শুনি তুমি কথা বলছ
আর প্রতি চুমুকের পর আমিও
কথা বলি তোমার সঙ্গে
আর আমি এত সজাগ যে, চোখ খোলার
দরকার বোধ করি না
দরকার বোধ করি না তোমাকে দেখতে চাওয়ার
আর দেখার দরকার বোধ করি না
যে, তুমি নেই
সেখানে

কবি পরিচিতি: জার্মান-ভাষী কবি এরিখ ফ্রিডের জন্ম অস্ট্রিয়ায় ১৯২১ সালে। ১৯৮৮ সালে তিনি পশ্চিম জার্মানিতে মারা যান।