
ঈদের দিনেও গাজায় ইজরায়েলি হামলায় নিহত ২০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ৩০, ২০২৫
আজ রোববার পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল। হামলায় নিহত হয়েছে ২০ ফিলিস্তিনি।
শহিদরে বেশির ভাগই নারী ও শিশু। দেইর আর বালাহার সেফ জোনেও হামলা চালিয়েছে ইজরায়েল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সেখানে হেলিকপ্টার দিয়ে এলপাতাড়ি গুলি চালায় ইজরায়েল। এতে শিশুসহ বেসামরিক চারজন নিহত হয়েছে।
এর আগে শনিবারও ইজরায়েলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত হয়। মোট নিহতের ৫০ হাজার ২৭৭ জন। এছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন।
এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি আগ্রাসন চলছে।
প্রায় দেড় বছর সময় ধরে ইজরায়েলিরা গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে গাজাবাসী দুটি ঈদ পালন করেছে। সেই দিনগুলোতেও ইজরায়েলিরা গাজায় তাণ্ডব চালিয়েছে।