ইয়েমেনে ইজরায়েলি হামলায় নিহত ৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪

বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। হামলায় ছয়জন নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছে।

ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে, সানা বিমানবন্দরে হামলা চালানোর পাশাপাশি, এটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হোদেইদাহ, সালিফ ও রাস কানাতিব বন্দরের সামরিক অবকাঠামোতেও আঘাত করেছে।

এছাড়া ইয়েমেনের হেজিয়াজ ও রাস কানাতিব পাওয়ার স্টেশনেও হামলা চালানোর কথা জানায় ইজরায়েল। ইজরায়েলের গাজায় হামলার পর থেকে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইজরায়েলি স্বার্থ লক্ষ্যবস্তু করে আসছে।

 হুথিরা জানায়, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নিয়েছে। ইজরাইলের গাজায় হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।  এছাড়া আহত হয়েছে ১ লাখের বেশি বেসামরিক মানুষ।

 ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের ইজরায়েল আক্রমণের পর এই সংঘাত শুরু হয়। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হলেও এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। সূত্র: রয়টার্স