‘ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে আঘাত আরও শক্তিশালী হবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০২, ২০২৪
ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে আঘাত আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে তিনি এ কথা জানান।
হিব্রু ভাষায় করা পোস্টে খামেনি লেখেন, “ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে।”
এর আগে ইরানের জনগণের উদ্দেশে ভিডিও বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করেন তিনি।
এর কয়েক ঘণ্টা পরই ইজরায়েলে হামলা চালায় ইরান। হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানান, যারাই তাদের আঘাত করবে, তাদের পাল্টা আঘাত করা হবে।
মঙ্গলবার রাতে প্রায় ১৮০টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইজরায়েলে হামলা চালায় তেহরান। হামলায় ইজরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইরান থেকে ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার সম্ভাব্য খবর আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। দিয়েছিল সরাসরি হুমকি। কিন্তু তা সত্ত্বেও ইজরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইরান।