ইরানকে হুমকি দিয়ে লাভ হবে না: খামেনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২১, ২০২৫

ইরানকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ভাষণ দেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের জানা উচিত, ইরানের মুখোমুখি হয়ে হুমকি দিয়ে তারা সফল হতে পারবে না। ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “মার্কিনিদের জানা উচিত, ইরানের মুখোমুখি হয়ে হুমকি দিয়ে তারা সফল হতে পারবে না। তাদের ও অন্যদের জানা উচিত, তারা যদি ইরানি জাতির ক্ষতির জন্য এমন কিছু করে, তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।” সূত্র: পার্স টুডে