ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত ১০, সর্বোচ্চ সতর্কতা জারি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৪, ২০২৪
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জনের মারা গেছে। রোববার রাতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়। এ পরিস্থিতিতে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ফ্লোরেসের দূরবর্তী দ্বীপে একাধিক অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট লেওটোবি লাকি লাকি পর্বতের অগ্ন্যুৎপাত ২ হাজার মিটার উচ্চতায় ঘন বাদামি ছাই উদগীরণ করে।
গরম ছাই নিকটবর্তী একটি গ্রামে আঘাত হানে। এতে বেশ কয়েকটি ঘর ও ক্যাথলিক নানদের একটি মঠ পুড়ে যায়।
দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আগ্নেয়গিরির সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। স্থানীয় কর্মকর্তা জানান, অগ্ন্যুৎপাত ৭টি গ্রামে প্রভাব ফেলেছে।
আজ সোমবার বিকাল নাগাদ অন্তত ১০ জন নিহত হয়েছে। আশপাশের কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স